Bollywood

রোম্যান্টিক ছবিতে ভরপুর বলিউড, ভ্যালেন্টাইন্স উইকে দেখে নিন এই ১০ সেরা প্রেমের সিনেমা

প্রেম সপ্তাহের উন্মাদনা গোটা বিশ্বজুড়ে। এরকম একটা সময়ে প্রেমের গল্প হবেনা তাই কখনও হয়! যেখানে বলিউড (Bollywood) মানেই রোমান্সের (Romantic Movie) খনি। যুগ যুগ ধরে এইসব রোমান্টিক ছবি মানুষকে শিখিয়েছে কীভাবে প্রেম করতে হয়। আজকের প্রতিবেদনে এরকমই কিছু কালজয়ী রোমান্টিক ছবির কথা বলব আপনাদের।

মহব্বতে : রোমান্টিক ছবির কথা বললেই সবার আগে যে নামটা মাথায় আসবে তা হল ‘মহব্বতে’। শাহরুখ-ঐশ্বর্য্যর এই ছবি নিয়ে উন্মাদনা আজও যাওয়ার নয়।

বলিউড,বিনোদন,গসিপ,রোমান্টিক ছবি,মহব্বতে,বরফি,আশিকি ২,রেইনকোট,Bollywood,Entertainment,Gossip,Romantic Movie,Raincoat,Mohabbatain,Barfi,Ashiqui 2

বরফি : রণবীর-প্রিয়াঙ্কা-ইলিয়ানার যুগলবন্দী দারুন মুগ্ধ করেছিল দেশবাসীকে। বরফির হাত ধরে এক অনন্য প্রেমের গল্প বুনেছিলেন অনুরাগ বসু।

বলিউড,বিনোদন,গসিপ,রোমান্টিক ছবি,মহব্বতে,বরফি,আশিকি ২,রেইনকোট,Bollywood,Entertainment,Gossip,Romantic Movie,Raincoat,Mohabbatain,Barfi,Ashiqui 2

আশিকি ২ : এই ছবিটি যখন রিলিজ হয় তখন এক আলাদাই উন্মাদনা ছড়িয়েছিল দেশজুড়ে। বিশেষ করে ছবিটির গান আজও মানুষের মনে দাগ কেটে আছে।

মাসান : খুব একটা প্রচার পায়নি ভিকি কৌশলের ‘মাসান’। তবে যারা এই ছবিটি দেখছেন তারা সবাই মেনেছেন যে এটি একটি মাস্টরপিস।

রেইনকোট : অজয় দেবগন এবং ঐশ্বর্য রাইয়ের ‘রেইনকোট’র কথা মনে আছে? এক বৃষ্টির দিনের গল্প এঁকেছিলেন পরিচালক। নস্টালজিক করে তোলার জন্য এই ছবিটি যথেষ্ট।

ওক্টোবর : এই তালিকার পরবর্তী নাম বরুণ ধাওয়ান অভিনীত ‘ওক্টোবর’। ছবিটির ক্লাইম্যাক্স এতটাই হৃদয়বিদারক যে চোখে জল আসতে বাধ্য।

জব উই মেট : করিনা কাপুর এবং শাহিদ কাপুর অভিনীত এই ছবিটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ছবির গল্প এতটাই ইউনিক ছিল যে, দেশের প্রতিটি মানুষ পছন্দ করেছিল।

এছাড়াও কিছু কালজয়ী ছবির নাম জানাবো আজকের প্রতিবেদনে। বিবাহ, গুজারিশ, দেবদাস, লাঞ্চবক্স, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কাল হো না হো, মন, হাম দিল দে চুকে সনম, গ্যাঙ্গস্টার ,তেরে নাম, ওয়েক আপ সিড, এবং মাস্ট ওয়াচ মুভি ভির জারা।

Avatar

Moumita

X