নিউজশর্ট ডেস্কঃ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা ভারতীয় রেল(Indian Railways)। অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য এই ট্রেনের অনবদ্য ভূমিকা রয়েছে। দূর-দূরান্তে মানুষ অল্প টাকা ভাড়া দিয়েও চলে যেতে পারেন তাই সাধারণ মানুষের কাছে ভারতীয় রেলের ভূমিকা সবসময় বেশি। আর এই সাধারণ নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে নিত্যনতুন গুরুত্বপূর্ণ পরিসেবা চালু করে ভারতীয় রেল। এই কারণে ভারতীয় রেলকে দেশের লাইফ লাইন বলা হয়।
যতদিন এগোচ্ছে ততই রেল পরিষেবা আরো বেশি আপগ্রেটেড হয়ে উঠছে। মানুষের সুবিধার্থে নিত্যনতুন অফার ও পরিষেবা আনছে এই রেলব্যবস্থা। এখন প্রত্যেকটি জনপ্রিয় রেলস্টেশনকে আধুনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে। প্রায় প্রত্যেকটি স্টেশনের চেহারা আমূল পরিবর্তন করে দিয়েছে রেল সরকার। পশ্চিমবঙ্গের এমনই দুটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন হল হাওড়া(Howrah) এবং শিয়ালদহ(Sealdaha)।
এই দুটো রেলস্টেশনে প্রত্যেকদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। এমনকি এই রেলস্টেশন থেকেই ট্রেন ধরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষ পৌঁছে যাচ্ছে। যত দিন যাচ্ছে এই হাওড়া এবং শিয়ালদার স্টেশনকে তত বেশি উন্নত করে দেওয়া হচ্ছে। এই হাওড়া স্টেশনে থাকার ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া-দাওয়া সমস্ত কিছুই এখন পাওয়া যাবে। এই স্টেশনে আপনি কিছু টাকা দিয়ে কয়েক ঘন্টা থেকে যেতে পারেন।
আরও পড়ুন: ভারতের সবচেয়ে ‘বিরক্তিকর’ ট্রেন! ৫ দিন ধরে অতিক্রম করে ৫৮ টি স্টেশন
এই রেলস্টেশনে থাকার জন্য রয়েছে এসি এবং নন এসি পরিষেবা মিলবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই স্টেশনকে বিভিন্ন ভাবে সাজানো হয়েছে। তবে আপনিও যদি এই সমস্ত কিছু আনন্দ উপভোগ করতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে মাত্র ৫০ টাকা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সম্প্রতি পূর্ব রেলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য।
এবার থেকে রেলের তরফে ডরমেটরি খোলা হয়েছে কেবলমাত্র মহিলাদের জন্য। যেখানে রয়েছে পাঁচটি বেডের ব্যবস্থা। পুরুষদের জন্য আরেকটি আলাদা ডরমেটরের খোলা হয়েছে। যেখানে আটটি বেডের ব্যবস্থা রয়েছে। হাওড়া রেল স্টেশনে নিউ কমপ্লেক্সে এই ১৩ টি রুমের ব্যবস্থা করার পাশাপাশি রেলের তরফ থেকে আরো নিত্যনতুন পরিষেবা দেওয়া হচ্ছে। এবার থেকে স্নানাগার, ফুড কোড সবকিছুই পেয়ে যাবেন আপনি। এই রেলস্টেশনেই গঙ্গার ধারে একটি রেস্তোরাও তৈরি করা হয়েছে যেখানে একসঙ্গে ৪২ জন বসতে পারবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য রেলের তরফ থেকে নিত্য নতুন পরিসেবা নিয়ে আসা হচ্ছে।