নিউজ শর্ট ডেস্ক: প্রতিমাসের শুরুতেই বৃহত্তর জনস্বার্থে দেশ জুড়ে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনে সরকার। যা সরাসরি প্রভাব ফেলে মধ্যবিত্তের পকেটের ওপর। প্রত্যেক মাসের মত এবার ডিসেম্বরেও শুরুতেও এক ধাক্কায় অনেকটাই দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের (Gas Cylider)। যার ফলে আরও একবার চাপ পড়ল মধ্যবিত্তের পকেটে। কলকাতায় যে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৮৮৫ টাকা, সেটা কিনতেই পয়লা ডিসেম্বর থেকে খরচ করতে হবে ১,৯০৮ টাকা।
অর্থাৎ কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ২২.৫ টাকা। তাই এইভাবে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সকলেই চাইবেন কম গ্যাস পোড়াতে। তার জন্য রান্নার গ্যাস সবসময় পরিষ্কার রাখতে হবে। গ্যাস বার্নার (Gas Burner) পরিষ্কার থাকলে গ্যাসও কম পোড়ে। কারণ গ্যাস বার্নার এর উপর ময়লা জমে থাকলে গ্যাসের আঁচ কমে যায়। যার ফলে গ্যাসের ওভেনও খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। আজ আপনাদের জানাবো এমনই কিছু সহজ পদ্ধতি যার মাধ্যমে গ্যাস বার্নার পরিষ্কার রাখতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক বেশি ঘষাঘষি ছাড়াই গ্যাস বার্নার পরিষ্কার করার কয়েকটি সহজ উপায় (Easy Tips)।
একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে তেঁতুল আর সামান্য পরিমাণে যে কোনও ডিটারজেন্ট মিশিয়ে নিন। এরপর এক ঘন্টা বার্নার খুলে এরমধ্যে ভিজিয়ে রাখুন! এক ঘন্টা পর বার্নারগুলোকে ব্রাশ দিয়ে সামান্য ঘষে নিলেই ব্যাস গায়েব হয়ে যাবে সমস্ত ময়লা।
গরম জলে ইনো আর সামান্য ডিটারজেন্ট মিশিয়ে তারমধ্যেই ৩০ মিনিট চুবিয়ে রাখুন বার্নার। এর পর পাতিলেবুর খোসা দিয়ে ঘষলেই দূর হবে ময়লা।
আরও পড়ুন: নতুন SIM কেনার আগে সাবধান! নিয়ম না মানলেই হতে পারে জেল ও ১০ লাখ জরিমানা
এছাড়া একেবারে ঘরোয়া পদ্ধতিতে একটি পাত্রে গরম জল নিয়ে তাতে একটা পাতি লেবুর রস ও দু চামচ বেকিং সোডা দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। তারমধ্যেই এক ঘন্টার জন্য গ্যাস বার্নার ভিজিয়ে রাখতে হবে! এরপর ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে নিলেই দূর হবে ময়লা।
এই পদ্ধতি গুলো ছাড়াও গরম জলে কয়েক ফোঁটা ভিনিগার মিশিয়ে বার্নার চুবিয়ে রাখুন। ৩০ মিনিট পর বর্ণার তুলে ব্রাশ দিয়ে ঘষে নিলেই আবার আগের মতোই ঝকঝক করবে বার্নার!
এছাড়াও বার্নারের উপর হার্পিক ছড়িয়ে দিয়ে কয়েক মিনিট পর ব্রাশ দিয়ে সামান্য ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে বার্নার।