টলিউড,বিনোদন,রূপঙ্কর বাগচী,বিতর্ক,গান,মিও আমোরে,সোমলতা আচার্য চৌধুরী,Tollywood,Entertainment,Controversy,Rupankar Bagchi,K K,Somlota Acharya Chaudhary

কথা রাখলো ‘মিও আমোরে’, রূপঙ্করের গান উড়িয়ে নতুন জিঙ্গেল গাইলেন সোমলতা, মুগ্ধ নেটজনতা

৩১ শে মে ২০২২, ভারতীয়দের কাছে এই দিনটা ছিল অভিশপ্ত হয়েই রইবে। এই দিনই পৃথিবী ছেড়ে না ফেরার দুনিয়ায় পাড়ি দিয়েছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ‘কে কে’। তার মৃত্যুর পর কেটে গেছে আড়াইটা মাসেরও বেশি সময়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীও বিতর্ক ভুলে ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসার চেষ্টা করছেন। কিন্তু পরিস্থিতি কি এতোই সহজ? জনতা যে কিছুতেই তার ভুলকে ক্ষমা করতে চাইছেনা তার প্রমাণ মিললো আবারও।

প্রসঙ্গত, ‘কেকে’ কলকাতায় আসছেন এই খবরে বাঁধভাঙা উচ্ছ্বাসের জোয়ার উঠেছিলো কলকাতাবাসীর মনে। আর সেই আনন্দ দেখেই নিজের ক্ষোভ ধরে রাখতে পারেননি রূপঙ্কর বাগচী। ফেসবুক লাইভে এসে সরাসরি জনতাকে প্রশ্ন করে বসেন যে, ‘কে এই কে কে? তার জন্য এতো কিসের উন্মাদনা’। আর ঠিক এরপর দিনেই ‘কেকে’ মারা যাওয়ায় ক্ষুদ্ধ নেটিজনরা কার্যত একপ্রকার ঝাঁপিয়ে পড়ে তার উপর।

গায়কের প্রতি জনতার রোষ এতোটাই তীব্র ছিলো যে, সেই আগুন এসে পড়ে জনপ্রিয় সংস্থা ‘মিও আমোরে’র গায়েও। কারণ এই সংস্থার প্রচারমূলক জিঙ্গেলটি গেয়েছিলেন স্বয়ং রূপঙ্কর বাগচী। বিভিন্ন রেডিও স্টেশনে শোনা যেতো রূপঙ্করের গাওয়া সেই গান। কিন্তু ক্ষুদ্ধ জনতার রোষানল থেকে বাঁচতে তড়িঘড়ি সেই গান তুলে নেয় সংস্থাটি। এমনকি রূপঙ্করের বক্তব্যের সাথে সংস্থার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়ে দেওয়া হয় কোম্পানির তরফ থেকে।

টলিউড,বিনোদন,রূপঙ্কর বাগচী,বিতর্ক,গান,মিও আমোরে,সোমলতা আচার্য চৌধুরী,Tollywood,Entertainment,Controversy,Rupankar Bagchi,K K,Somlota Acharya Chaudhary

এবার সেই ঘটনার আড়াই মাস পর মিও আমোরের নতুন জিঙ্গেল প্রকাশ্যে এসেছে। তবে এবার আর রূপঙ্করকে দিয়ে গান গাওয়াননি তারা। সংস্থার নতুন জিঙ্গলটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য চৌধুরী। দুদিন আগেই মিও আমোদের অফিশিয়াল পেজ থেকে প্রকাশ্যে আনা হয়েছে সেই গান। সংস্থার বক্তব্য, ‘তোমরা বললে আমরা শুনলাম…… আবার নতুন গান নিয়ে হাজির হলাম’।

মিও আমোরের এই পোস্টের পর থেকেই ঝিমিয়ে যাওয়া বিতর্ক যেন আরেঅপ্রস্থ চাঙ্গা হয়ে উঠেছে। ‘কেকে’ মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিলো রূপঙ্করকে। সোশ্যাল মিডিয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েও মেলেনি রেহাই। তাকে নিয়ে শুরু হওয়া ট্রোল পৌঁছে যায় মিও আমোরের অফিশিয়াল পেজ পর্যন্তও। তখন একপ্রকার বাধ্য হয়েই রূপঙ্করের গাওয়া জিঙ্গেলটি তুলে নেয় সংস্থা। পাশাপাশি এও জানানো হয়েছিলো যে, ভবিষ‍্যতে রূপঙ্করের সঙ্গে আর কখনো কাজ করা হবে না।

মিও আমোরে যে সেই কথা রেখেছে তা তো তাদের নতুন গানেই স্পষ্ট। গায়িকা সোমলতার গলায় নতুন জিঙ্গেল যে নেটিজেনদের বেশ মনে ধরেছে সেটা নেটিজেনদের কমেন্ট দেখলেই বোঝা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই কমেন্ট বক্সে উঠেছে প্রশংসাবাক্যের ঝড়। কেউ লিখেছেন ‘যাক মিও আমোরে কথা রেখেছে’। তো কেউ আবার গানের প্রশংসা করে লিখেছেন, ‘সোমলতাদির কন্ঠ, খুব ভালো লাগল’।

Avatar

Moumita

X