Sonakshi Sinha

Moumita

‘বাড়ির নাম রামায়ণ’, কিন্তু রামায়ণের এই সামান্য প্রশ্নের উত্তর জানেন না সোনাক্ষী?

বলিউডের (Bollywood) ‘দাবাং গার্ল’ (Dabangg Girl) সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) তার দাবাং অ্যাটিটিউডের জন্য বিশেষ পরিচিত। দীর্ঘ কেরিয়ারে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে জেনে অবাক হবেন যে, তিনি কোনোদিনই এই ফিল্মি দুনিয়ায় পা রাখতে চাননি। পাশাপাশি শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) কন্যা হওয়ার কারণে একাধিকবার কটাক্ষের (Trolled) সম্মুখীন হতে হয়েছে তাকে।

   

আসলে ছোট থেকেই নায়িকার ওজন একটু ভারীর দিকে। কলেজের দিনগুলিতে তার ওজন ছিল প্রায় ৯০ কেজি। তবে সিনে দুনিয়ায় পা রাখার আগে সেই ওজন কমিয়ে ৬০-এ আনেন তিনি। সাল ২০১০-এ সলমনের বিপরীতে ‘দাবাং’ ছবির হাত ধরে ডেবিউ করেন তিনি। এবং প্রথম ছবিই ছিল সুপারহিট। তারপর থেকেই নায়িকার বলিউডি নাম হয়ে যায় ‘দাবাং গার্ল’।

তবে অভিনয় জগতে পা রাখার পর থেকেই নানা সময়ে নানা কারণে ট্রল হয়েছেন তিনি। অ্যাক্টিং-র পাশাপাশি ট্রোলড হয়েছেন ব্যক্তিগত জীবন নিয়েও। এই যেমন সম্প্রতি তার এক বক্তব্যের কারণে নেটিজেনদের একাংশ ব্যাপক সমালোচনা শুরু করেছে তাকে নিয়ে। আর এই ঘটনা ঘটেছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে।

আসলে অমিতাভ বচ্চনের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন সোনাক্ষী। সেখানেই অমিতাভ তাকে ‘রামায়ন’ নিয়ে খুবই সহজ প্রশ্ন করেছিলেন। অমিতাভের প্রশ্ন ছিল, ‘রামায়ণ অনুসারে হনুমানজি কার জন্য সঞ্জীবনী বুটি এনেছিলেন?’ আর এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম ছিলেন নায়িকা।

Bollywood,Entertainment,Gossip,Sonakshi Sinha,Trolled,Ramayana,House,বলিউড,বিনোদন,গসিপ,রামায়ণ,সোনাক্ষী সিনহা,বাড়ি,ট্রোলড

সোনাক্ষী এই প্রশ্নের উত্তর দিতে না পারায় অবাক হয়েছিলেন অমিতাভ নিজেও। তিনি বলেন ‘তোমার বাড়ির নাম রামায়ণ (Ramayana)। তোমার পিতার নাম শত্রুঘ্ন এবং ভাইদের নাম লব-কুশ।’ সেই সময় এই বিষয়টা নিয়ে ব্যাপক ট্রোলড হন সোনাক্ষী। এরপর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হতে হয় তাকে। প্রসঙ্গত উল্লেখ্য, হনুমানজি রামের ভাই লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি আনতে গিয়েছিলেন।