চোখে সানগ্লাস, কোমরে লুঙ্গি পরে রজনীকান্তের মতো নেচে মাতালেন সোনাক্ষী সিংহা, ভাইরাল ভিডিও

গতবছর বলিউডের অন্যতম সেরা প্রতিভা সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর সরগরম হয়েছিল বলিউড। বলিউডের ইনসাইডার এবং আউটসাইডার নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। নেট মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিল সমগ্র দেশবাসী। বলিউডের বেশ কয়েকজন সুপারস্টারকে দেশবাসীর প্রবল ক্ষোভের মুখে পড়তে হয়েছিল।

সেই সময় একটি বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন বলিউডের অন্যতম অভিনেত্রী সোনাক্ষি সিনহা। এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন, ‘আমরা কাজ না পেলে ইন্ডাস্ট্রির আউটসাইডারদের মতো কান্নাকাটি করি না।’ সোনাক্ষীর এই বিতর্কিত মন্তব্য মোটেও ভালো হবে নেয় নি বলিউড ভক্তরা। তারা সোনাক্ষীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেন।

তবে সেই সমস্ত বিতর্ক আপাতত চাপা পড়ে গিয়েছে। এরই মধ্যে সোনাক্ষীর 2015 সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

https://www.instagram.com/reel/CWgHB8gDeHD/?utm_medium=copy_link

সেই ভিডিওতে দেখা যাচ্ছে ‘আইফা অ্যাওয়ার্ড’ এর মঞ্চে ‘লুঙ্গি ডান্স’ গানে রীতিমতো লুঙ্গি পরেই রজনীকান্ত স্টাইলে নেচে সবাইকে চমকে দিচ্ছেন অভিনেত্রী। চোখে কালো চশমা, কালো রঙের জ্যাকেট, কালো জিন্স সেই সঙ্গে লুঙ্গি পড়ে পুরোপুরিভাবে রজনীকান্তকে কপি করে তুলুন নাচ নেচেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

Avatar

Koushik Dutta

X