বলিউড,বিনোদন,গসিপ,সোনু সুদ,সোশ্যাল ওয়ার্ক,Bollywood,Entertainment,Gossip,Social Work,Sonu Sood

ফের একবার ‘গরীবের মসীহা’ হয়ে উঠলেন সোনু সুদ, দূর্ঘটনায় বাদ যাওয়া হাত ফিরিয়ে দিলেন অসমের যুবককে

আবারও একবার মসিহা অবতারে সোনু সুদ। অনেক ক্ষেত্রেই সিনেমার পর্দায় তিনি দুর্ধর্ষ ভিলেন। কিন্তু বাস্তব জীবনে তিনিই হিরো। অন্তত দেশবাসীর তো এমনটাই মত, আর হবে নাই বা কেন, বাস্তবে এমন বহু কাজ তিনি করেছেন যা আসলেই প্রশংসার দাবি রাখে। করোনা পরবর্তী সময় থেকেই বারংবার পৌঁছে গেছেন সাধারণ মানুষের কাছে।

তবে দেশে সমালোচকদের সংখ্যাও তো নেহাত কম নয়। তার এই পরোপকারী মনোভাবের প্রশংসা করার লোক যেমন আছে তেমনই আছে নিন্দুকও। অনেকেই আবার তাকে নিয়ে তীর্যক মন্তব্য করতেও পিছপা হননি। যদিও প্রশংসা বা নিন্দা কোনোটাতেই খুব বেশি পাত্তা দেননা অভিনেতা সোনু সুদ। চুপচাপ নিজের কাজ করে যেতেই বেশি পছন্দ করেন তিনি।

তবে একথা খুব কম মানুষই জানেন যে, সোনু সুদের নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থাও রয়েছে। সাধারণ মানুষের জন্য নিয়মিত কাজ করে এই সংস্থা। এবারও একইরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক দুঃস্থ, অসহায় মানুষের দিকে। সূত্রের খবর এবার অসমের বাসিন্দা রাজু আলির কাছে পোঁছে গেছেন অভিনেতা।

বলিউড,বিনোদন,গসিপ,সোনু সুদ,সোশ্যাল ওয়ার্ক,Bollywood,Entertainment,Gossip,Social Work,Sonu Sood

জানা গেছে রাজু আলির দুটো হাত নেই। মাত্র তিন দিনের মধ্যে রাজুর হাতের বন্দোবস্ত করে দিয়েছেন অভিনেতা। সম্প্রতি সোনু নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাজুর সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, ‘আমার কর্তব্য ছিল, পালন করলাম।’ অভিনেতার এই পোস্টের পর রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে ভক্তদের মধ্যে।

বলিউড,বিনোদন,গসিপ,সোনু সুদ,সোশ্যাল ওয়ার্ক,Bollywood,Entertainment,Gossip,Social Work,Sonu Sood

কমেন্ট বক্সে উপচে পড়ছে অনুরাগীদের ভিড়। কেউ লিখেছেন, ‘আপনি কলিযুগের ভগবান।’ আবার কেউ লেখেন, ‘সত্যিকারের হিরো সোনু সুদ’, তো কারও কথায়, ‘সোনু হলেন বাস্তবের মসিহা।’ প্রসঙ্গত উল্লেখ্য, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সোনু সুদের পরবর্তী ছবি ‘ফতেহ’। খুব কম জনই জানেন যে, এই ছবির গল্প তার নিজের হাতেই লেখা।

বলিউড,বিনোদন,গসিপ,সোনু সুদ,সোশ্যাল ওয়ার্ক,Bollywood,Entertainment,Gossip,Social Work,Sonu Sood

হ্যাঁ, এই ছবির মাধ্যমেই লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন অভিনেতা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ছবির গল্প নাকি বাস্তব জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে লেখা। এদিকে ছবি পরিচালনা করছেন অভিনন্দন গুপ্ত। এর আগে অভিনন্দন ‘শামশেরা’, ‘বাজিরাও-মস্তানি’র মতো ছবিতে অ্যাসিস্টেন্ট ডিরেক্টরের কাজ করেছেন।

Avatar

Moumita

X