ইউক্রেনেও ‘ত্রাতা’ হলেন সোনু সুদ! যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ভারতীয় পড়ুয়াদের ঘরে ফেরালেন ‘ভগবানের দূত’

ফের একবার সাধারণ মানুষের ত্রাতা হিসাবে প্রকাশ্যে এলেন গরিবের ‘মসিহা’ বলিউড সুপারস্টার সোনু সুদ(Sonu Sood)। এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে বিধ্বস্ত গোটা বিশ্ববাসী। সারাক্ষণই বোমাগুলির শব্দে কেঁপে উঠছে সেই এলাকার বাসিন্দারা। সেই এলাকায় ভারতের বহু ছাত্র-ছাত্রী পড়াশোনার জন্য গিয়েছেন। আর এখন তাদেরকে দেশে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার।

প্রবাসী ভারতীয়রা দেশে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। অন্যান্য দেশের নাগরিকদের মতোই আটকে রয়েছে ভারতীয় বহু পড়ুয়া। আর এবার তাদের সকলকেই ঘরে ফেরানোর দায়িত্ব নিলেন সোনু সুদ। নিজের টিমের সাহায্যে ইউক্রেনে আটকে পড়া অনেক পড়ুয়াকে তিনি দেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। আর এরপর টুইট করে লিখেছেন, ‘ইউক্রেনে বসবাসকারী পড়ুয়াদের জন্য এটি ভীষণ কঠিন সময়। আর ওদের দেশে ফেরানো সম্ভবত আমার জীবনের প্রথম কঠিন কাজ ছিল। ভাগ্যের জোরে বেশকিছু পড়ুয়াদের সুরক্ষিতভাবে সীমান্ত পেরিয়ে সাহায্য করতে পেরেছি। এখনো চেষ্টা করে যাচ্ছি। ওদের এখন খুব প্রয়োজন আমাদের। ধন্যবাদ। জয় হিন্দ।’

এই পড়ুয়াদের দেশে ফেরানোর কাজে তারা ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া এবং ভারতীয় দূতাবাসের সহযোগিতা পেয়েছিলেন তাই তাদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেতা। আর এরপরই সোশ্যাল মিডিয়াকে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা দেশে ফিরে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে।

এরপর সোনু টুইটারে আরও লিখেছেন, ইউক্রেনে আমাদের পড়ুয়ারা খুব কষ্টের মধ্যে রয়েছ। তাদের দেশে ফেরানো এই এখন ছিল সবচেয়ে কঠিন কাজ। আমি এই কঠিন কাজটি করতে সমর্থ হয়েছি। পাশে থাকার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জয় হিন্দ। আসলে এরকম মহান কাজ তো তিনি করোনার সময় থেকেই করে আসছেন। আর এবারও সেটা অন্য তা হয়নি। এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা

Avatar

Papiya Paul

X