CID

অভিজিৎ থেকে প্রদ্যুম্ন, CID-র তারকারা প্রতি পর্বের জন্য কত টাকা চার্জ করেন, জানলে অবাক হবেন

সোনি টিভির (Sony TV) তথা হিন্দি টেলিভিশনের (Hindi Television) অন্যতম জনপ্রিয় শো হল ‘সিআইডি’ (CID)। প্রায় ২০ বছর ধরে মানুষকে বিনোদন দিয়েছে এই টিভি শো। অনুষ্ঠানের প্রতিটি চরিত্রই অনেক ভালোবাসা পেয়েছে মানুষের কাছ থেকে। এসিপি প্রদ্যুম্ন, দয়া, অভিজিতের মতো চরিত্রগুলো ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু আপনি কি জানেন সিআইডির অভিনেতারা কত টাকা (Salary) নিতেন? আজ সেটাই জানাবো আপনাদের।

১. এসিপি প্রদ্যুম্ন : এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা শিবাজি সাটম। মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি একটি পর্বের জন্য প্রায় ১ লক্ষ টাকা নিতেন।

২. অভিজিৎ : সিআইডি শোতে ইন্সপেক্টর অভিজিতের চরিত্রে অভিনয় করেছেন আদিত্য শ্রীবাস্তব। আদিত্য ব্ল্যাক ফ্রাইডে, সত্যা, গুলাল এবং লক্ষ্য সহ অনেক ছবিতে অভিনয় করেছেন। এই শোতে তিনি একটি এপিসোডের জন্য ৮০ হাজার থেকে ১ লাখ টাকা নিতেন।

৩. ফ্রেডেরিকস : ফ্রেডেরিকস মূলত শোতে কমেডির যোগান দিতেন। এই চরিত্রে দীনেশ ফড়নিসের অভিনয় একেবারে পারফেক্ট ছিল। একটি পর্বের জন্য তার পারিশ্রমিক ছিল ৭০ থেকে ৮০ হাজার টাকা।

৪. ডঃ সালুঙ্কে : অভিনেতা নরেন্দ্র গুপ্ত ডাক্তার সালুঙ্কের চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রটির জন্য নরেন্দ্র গুপ্ত একটি পর্বের জন্য ৪০ হাজার টাকা নিতেন।

৫. ডঃ তারিকা : সিআইডি শোতে ডঃ সালুনকের সহকারীর ভূমিকায় অভিনয় করেছিলেন ডঃ তারিকা। তার আসল নাম শ্রদ্ধা মাসুলে। সূত্রের খবর একটি এপিসোডের জন্য ৪০ হাজার টাকা নিতেন শ্রদ্ধা।

৬. বিবেক : শোতে ইন্সপেক্টর বিবেকের ভূমিকায় অভিনয় করেছেন বিবেক মাশরু। এক পর্বের জন্য তার পারিশ্রমিক ছিল ৪০ হাজার টাকা।

৭. পূরবী : পূরবীর চরিত্রে অভিনয় করেছেন আনশা সাইয়িদ। তিনি একটি পর্বের জন্য ৪০ হাজার টাকা নিতেন।

৮. দয়া : দরজা তোড়ু ইন্সপেক্টর দয়ার আসল নাম দয়ানন্দ শেঠি। ‘সিংহম 2’-এও নিশ্চয়ই দেখেছেন তাকে। আসলে সিআইডি শো থেকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান তিনি। এই শোয়ের একটি পর্বের জন্য প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পারিশ্রমিক নিতেন তিনি।

Avatar

Moumita

X