Papiya Paul

মা-মাসির চরিত্র করার সময় আসেনি, রাজের সিরিয়ালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সৌমিলি

সৌমিলি বিশ্বাস, বাংলা টেলিভিশন জগতের একজন অতি পরিচিত মুখ। প্রায় ২৫ বছর ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। কখনো সঞ্চালিকা কখনো আবার অভিনেত্রী হিসেবে দর্শকদের মন জয় করেছেন। কিন্তু সম্প্রতি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা এত দীর্ঘ ক্যারিয়ারে কখনোই হননি অভিনেত্রী। রাজ চক্রবর্তীর নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ থেকে বাদ পড়েছেন তিনি।

   

এই বিষয়ে আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়েছেন সৌমিলি। এই সিরিয়ালে একের পর এক চরিত্রের জন্য নাকি সৌমিলিকে প্রস্তাব দিয়ে ও শেষমেশ সেগুলি বারবার বদলে দেওয়া হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন যে প্রথমে সিরিয়ালের নায়ক অর্থাৎ কৌশিক সেনের প্রেমিকার চরিত্রের জন্য প্রস্তাব এসেছিল তার কাছে। এই চরিত্র মূলত খলনায়িকার। এরকম খলনায়িকার চরিত্রে এর আগে কখনো অভিনয় করেননি বলে এই সুযোগ পাওয়া মাত্রই এক বাক্যে রাজি হয়ে গিয়েছিলেন সৌমিলি।

কিন্তু কিছুদিন পরেই সেই চরিত্র থেকে সৌমিলিকে সরে যেতে বলা হয়। এর পরেই ভাস্বর চট্টোপাধ্যায় এর স্ত্রীর ভূমিকায় অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি হয়ে যান অভিনেত্রী। কিন্তু প্রোমোতে তাকে একবারের জন্যও দেখা যায়নি। বরং অন্যান্য সকলকেই প্রোমোতে দেখা গিয়েছে। এরপর আবার নির্দেশ আসে ভাস্বরের স্ত্রী নয় বরং তার বিধবা বোনের চরিত্রে অভিনয় করতে হবে। যার কাছে এক তরুণী মেয়ে রয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি।

অভিনেত্রী প্রশ্ন তুলেছেন এত বছরের তার এই অভিনয় জগতে এরকম অপমান কেন করা হলো। এর পাশাপাশি তিনি স্টার জলসার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন। তার কথায় এত বছরেও ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও একবার ছাড়া আর কখনোই স্টার জলসায় তার অভিনয় নিয়ে চ্যানেলের তরফ থেকে ডাক পাননি। ডাকা হয়েছিল একবার, তখন নায়কের মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সৌমিলি মনে করেন এখনো এমন পরিস্থিতি হয়নি যে তাকে মা কিংবা মাসির চরিত্রে অভিনয় করতে হবে।