জেলায় জেলায় জি বাংলা’ জমজমাট মিঠাই ম্যাজিকে। শনিবার বর্ধমানে পৌঁছে গিয়েছিল জি বাংলার পরিবারের সদস্যরা। নাচে-গানে মঞ্চ মাতালো জি বাংলার প্রিয় তারকারা। প্রতিদিন যে সমস্ত তারকাদের টিভির পর্দায় দেখেন আমজনতা। তাদেরই কাছ থেকে দেখার সুযোগ পেলেন সকলে। শীতের সন্ধ্যা জমজমাট অনুষ্ঠান। তবে সবচেয়ে বেশি মন কেড়েছে মিঠাই ওরফে সৌমিতৃষা নাচ।
টুকটুকে লাল লেহেঙ্গায় সকলের নজর কাড়লেন অভিনেত্রী। রিক্সায় চেপে গ্র্যান্ড এন্ট্রি হল ‘মোহিনী’ রূপী মিঠাই রানির। মাধুরীর ‘এক দো তিন’ গানে ঠুমকা লাগালেন সৌমিতৃষা। এরপর দেবশ্রীর আইকনিক ‘আমি কলকাতার রসগোল্লা’ গানে নেচে মঞ্চ মাতান বাংলা টেলিভিশনের এই মিষ্টি নায়িকা।
সেই নাচের ঝলক নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করেছেন খোদ অভিনেত্রী। অনুরাগীরা তো মন্ত্রমুগ্ধ মিঠাইরানির নাচে। কেউ লিখছেন, ‘উফ ফাটাফাটি!’ আবার কেউ লিখেছেন, ‘ডান্সিং কুইন.. শুধু রসগোল্লা কেন তুমি আমাদের সবরকমের মিষ্টি..’।
এদিন সৌমিতৃষার পাশাপাশি মিঠাই পরিবারের তরফে মঞ্চে পারফর্ম করলেন ‘সোম’ ধ্রুব এবং ‘তোর্সা’ তন্বী লাহা রায়। ম্যাচিং পোশাকে এদিন মঞ্চ কাঁপালেন মিঠাইয়ের বড় জা আর ভাসুর। ‘কালা চশমা’ গানে ফাটিয়ে নাচলেন তিনজনেই।