Papiya Paul

‘আমি কলকাতার রসগোল্লা’ এবার গান গেয়ে মঞ্চ মাতালেন সৌমিতৃষা, ভিডিও দেখে উচ্ছসিত ভক্তরা

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) ‘মিঠাই'(Mithai) ধারাবাহিক করার পর মিঠাই অভিনেত্রী ওরফে ‘সৌমিতৃষা কুন্ডু’কে(Soumitrisha Kundu) নতুন করে আর কিছু বলার নেই। তার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। এই মুহূর্তেই বাংলার অন্যতম সুপারস্টার দেবের(Dev) বিপরীতে ‘প্রধান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন নায়িকা। তবে এইসবের বাইরে এবার ‘কলকাতার রসগোল্লা’য় মন মজেছে অভিনেত্রীর।

   

নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন এই কথাটি শুনে। চলুন তাহলে পুরো বিষয়টা খোলসা করে বলা যাক। আসলে নায়ক-নায়িকারা শুটিং ছাড়াও বিভিন্ন মাচা শো করে অর্থ উপার্জন করে থাকেন। এরকমই এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মিঠাই। সেখানেই তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি ইউটিউবে সৌমিতৃষা কুন্ডুর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নানা রকমের সংলাপ বলার পাশাপাশি মিঠাইকে গান গাইতে শোনা গিয়েছে।

বলাই বাহুল্য, মিঠাইয়ের গানের গলা শুনে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, কি গান গেয়েছে মিঠাই? এদিন মিঠাইকে ‘কলকাতার রসগোল্লা’ গান গাইতে শোনা গিয়েছে। যা শুনে  মন ভালো হয়ে গিয়েছে সেখানে উপস্থিত দর্শকদের। এমনকি নেটিজেনরাও মিঠাইয়ের গানের গলার প্রশংসা করেছেন।

এদিন একটি বেগুনি রংয়ের ডিজাইনার শাড়িতে সেজে ছিলেন মিঠাই রানী। প্রিয় অভিনেত্রীকে একবার সামনে থেকে দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রসঙ্গত, এই মুহূর্তে আর কোনো সিরিয়াল নয়। বরং দেবের ছবিতে নায়িকা হিসাবে ডেবিউ করবেন মিঠাই। আর তাকে নতুন রূপে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষায় আছেন ভক্তরা।