Mithai

গোয়া বা মালদ্বীপ নয়, জন্মদিনে কৃষ্ণধামে ‘মিঠাই’, করলেন গো-মাতার সেবা

শুধু পর্দাতেই নয়, সৌমিতৃষা (Soumitrisha Kundu) যে বাস্তবেও গোপাল ভক্ত তার প্রমাণ মিললো এইদিন। অনস্ক্রিনে যেমন মিঠাইয়ের (Mithai) সমস্ত বিপদে পাশে থাকে তার গোপাল (Gopal) অফস্ক্রিনেও তাই। আর তাই নিজের জন্মদিনের (Birthday) দিন অভিনেত্রী ছুটে গেলেন নিজের আরাধ্যের কাছেই।

এই মুহূর্তে বাংলার সেরা কিছু ধারাবাহিকের নাম জিজ্ঞেস করলে সবার আগে যে নামটা উঠে আসবে তা হল ‘মিঠাই’। পরকীয়া, একাধিক বিয়ে ইত্যাদি কূটকচালি না দেখিয়েও যে একটা ধারাবাহিক হিট করা যায় তা দেখিয়ে দিয়েছে এই ধারাবাহিকটি। যদিও ইদানিং টিআরপি তে একটু ভাঁটা পড়েছে। তবে জনপ্রিয়তায় কোনো খামতি কিন্তু নেই।

টানা দু’বছর ধরে এই সিরিয়ালে কাজ করছেন সৌমিতৃষা। মুখ্য চরিত্র, তাই ছুটি মেলে না বললেই চলে। কিন্তু এ বছর জন্মদিন উপলক্ষে কিছুদিনের বিরতি নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন বেড়ু বেড়ু করতে। যদিও ঠিক কোথায় যাচ্ছেন, সেটা প্রথমে কাউকেই বলেননি। অনেকেই ভেবেছিলেন, বিদেশ কিংবা কোনো অফবিট জায়গায় ঘুরতে যাবেন।

তবে মিঠাই যে সবচেয়ে হাটকে তা তিনি আবারও প্রমাণ করলেন। কোনো বিদেশ বিভুঁই বা ট্রেন্ডিং ডেস্টিনেশন নয়, সৌমিতৃষা চলে গেছেন ব্রজধাম, বৃন্দাবনে। একা বা কোনো বন্ধু বান্ধব নিয়ে নয়, তিনি পৌঁছেছেন বাবা মা সহ গোটা পরিবার নিয়ে। সেখান থেকে একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন সৌমিতৃষা।

https://www.instagram.com/reel/CpDYyJah5xg/?utm_source=ig_web_copy_link 

এইদিন বৃন্দাবনেই কেক কেটে পালন করেছেন নিজের জন্মদিন। শুধু কী তাই! কপালে রসকলি কেটে একেবারে গোপিনী সেজেছেন তিনি। গলায় পরেছেন গোলাপ ফুলের মালা। এদিকে গায়ে দিয়েছেন উজ্জ্বল হলুদ সালোয়ার কামিজ। খোলা চুল আর একগাল হাসিতে অপুর্ব লাগছিল তাকে। পাশাপাশি বাঁশি হাতে নন্দগোপালও সেজেছেন তিনি।

https://www.instagram.com/reel/CpFGi3lBkbH/?igshid=YmMyMTA2M2Y= 

এখানেই শেষ নয়, বৃন্দাবনে গিয়ে গো মাতা সেবারও ছবি শেয়ার করেছেন তিনি। একটি বাছুরকে বাহুবন্ধনে জড়িয়ে নিজেকে ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী। আর অভিনেত্রীর শেয়ার করা এই প্রতিটি ছবি ভিডিওই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। অভিনেত্রীর এই আধ্যাত্মিক মনোভাবের প্রসংশা করছে গোটা নেট মাধ্যম।

Avatar

Moumita

X