মহালয়া,টলিউড,বিনোদন,দূর্গাপূজা,সৌমিতৃষা কুন্ডু,রুবেল দাস,Mahalaya,Tollywood,Entertainment,Durgapuja,Soumitrisha Kundu,Rubel Das

Moumita

মহালয়ায় মা দুর্গা সাজতে চলেছেন সকলের প্রিয় ‘মিঠাই’, দেবাদিদেবের ভূমিকায় থাকছে বড়ো চমক!

বাঙালির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে দূর্গাপূজা। পুজোর কথা মনেই এলেই নিজের অজান্তেই খুশির ঝিলিক খেলে যায় চোখে। রথযাত্রা শেষ মানেই পুজোর গন্ধ শুরু। আর পুজো মানেই নতুন জামাকাপড়, পুজো মানেই মহালয়া। প্রতিবছর মনের মধ্যে একটা উন্মাদনা কাজ করে যে কেমন হবে এবারের মহালয়া।

   

প্রতিটি বাঙালির মহালয়ার সকাল শুরু হয় টিভির পর্দায় বা টেলিভিশনে মহালয়া শুনে। তবে সাম্প্রতিক দিনে মানুষ রেডিওর চেয়ে বেশি ঝুঁকছে টেলিভিশনের দিকে। আর মানুষের চাহিদায় কোনো ত্রুটি না থাকে সেইজন্য চ্যানেলগুলিও নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে বেস্টটা তুলে আনার।

প্রতি বছরই নতুন নতুন থিম সাজিয়ে পর্দায় তুলে ধরে দেবী দূর্গার আরাধনা। এমতাবস্থায় দর্শকদের জানার কৌতুহল থাকে মা দূর্গা রূপে কাকে দেখা যাবে পর্দায়। কে হচ্ছেন ‘মহীষাসুরমর্দিনী’। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার এইবছর জি বাংলার ‘মহালয়া’তে মা দূর্গা সাজবেন মিঠাই খ্যাত সৌমিতৃষা কুন্ডু।

জানিয়ে রাখি, গত বছরের মহালয়াতেও দেখা গেছিলো মিঠাই ওরফে সৌমিতৃষাকে। গতবার ‘দেবী কমলে কামিনী’র ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি। অপরদিকে ‘মহীষাসুরমর্দিনী’ রূপে সেজেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

তার আগের বছর আদ্যাশকক্তি মহামায়ার রূপে অবতীর্ণ হয়েছিলেন ‘যমুনা ঢাকি’ শ্বেতা ভট্টাচার্য। তবে সবাইকে ছাড়িয়ে সৌমিতৃষার পারফরম্যান্স দর্শকদের এতোটাই মনে ধরেছিলো যে, এবার নির্মাতাদের প্রথম পছন্দে উঠে এসেছেন সৌমিতৃষা। অপরদিকে দেবাদিদেব মহাদেব এবং মহিষাসুরের চরিত্রেও থাকছে বড়ো চমক।

টলিপাড়া থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘যমুনা ঢাকি’ খ্যাত রুবেল দাসই অভিনয় করবেন মহাদেবের চরিত্রে। তিনি এর আগেও মহাদেব সাজলেও সৌমিতৃষার সাথে এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন। তাই এই অনস্ক্রিন হর-পার্বতীকে মানুষ কতটা ভালোবাসা দেয় সেটাতো মহালয়ার দিনই জানা যাবে।