বিরাট কোহলিকে বাদ দিয়ে সর্বকালের সেরা ব্যাটার বেছে নিলেন সৌরভ গাঙ্গুলি

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের যে সমস্ত সেরা ব্যাটসম্যান রয়েছেন তাদের মধ্যে সবার উপরে থাকেন বিরাট কোহলি। এছাড়াও বিশ্বের সেরা চার জন ব্যাটসম্যান হিসেবে ধরা হয় বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথকে। তবে এবার সৌরভ গাঙ্গুলীর মতে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন হলেন জো রুট।

লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে ইংল্যান্ডকে জিতিয়েছেন রুট। তার পরেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের প্রশংসা করলেন সৌরভ।

লর্ডসে ইংল্যান্ডের জয়ের কিছু ক্ষণ পরেই টুইট করেন সৌরভ লেখেন, ‘জো রুট..অসাধারণ ক্রিকেটার। চাপের মধ্যে কী অসাধারণ ইনিংস..সর্বকালীন সেরাদের মধ্যে এক জন।’
উল্লেখ্য 2019 সালের নভেম্বর মাসের পর থেকে একদিকে যেমন বিরাট কোহলির ফর্ম খারাপ হয়েছে। অপরদিকে তরতরিয়ে এগিয়ে চলেছেন জো রুট।

Avatar

Koushik Dutta

X