Arijit

কোহলির বিরুদ্ধে ধ্বংসাত্মক পদক্ষেপ নিতে চেয়েছিলেন সৌরভ, আটকে দেন জয় শাহ

দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলন করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির সাংবাদিক সম্মেলনের পর আলোড়ন পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটে। কারণ সেই সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে একাধিক নেতিবাচক কথা বলেছিলেন বিরাট কোহলি। যার পর উত্তাল হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট, সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

   

কোহলি টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি দাবি করেছিলেন তিনি নিজে ব্যক্তিগত ভাবে কোহলীকে টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলেন। কিন্তু সেই সাংবাদিক বৈঠকে কোহলী দাবি করেন টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সময় বোর্ডের তরফে তাঁকে কোনও রকম ভাবেই ছাড়তে বারণ করা হয়নি। কোহলী টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার পর একদিনের ক্রিকেটেও তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বলা হয় সাদা বলের ক্রিকেটে দু’ জন আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়।

সাংবাদিক বৈঠকে এমন বক্তব্যের কারণ জিজ্ঞেস করে কোহলীকে শো কজ করতে চেয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। কিন্তু সেই সময় তাঁকে কোন রকমে আটকে দেন বোর্ড সচিব জয় শাহ এবং সেই সময় পরিস্থিতি শান্ত করেন।