সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিক (Biopic) নিয়ে চর্চার শেষ নেই। আসলে গোটা ভারতের মানুষই এই ছবিটির জন্য অপেক্ষা করে আছে। আর এখন খবর মিলেছে, ছবির গল্প ফাইনাল করতে সৌরভ উড়ে গেছেন মুম্বাইতে। যদিও কার হাতে ছবির দায়িত্ব যাচ্ছে, সে খবর অনেকেই জানেননা। তবে এবার নিজের বায়োপিক সংক্রান্ত তথ্য দিলেন খোদ ‘মহারাজ’।
একথা তো সকলেরই জানা যে, দাদার জীবনের অজানা তথ্য আসতে চলেছে বড় পর্দায়। এই ছবির হাত ধরে উঠে আসবে মহারাজের জীবনের ওঠাপড়া, বিতর্ক, কামব্যাক। সবে মিলিয়ে সবকিছুই দেখানো হবে এই ছবিতে। আর সেই কারণেই চিত্রনাট্য সম্পর্কে সাবধানি হয়ে উঠেছেন তিনি। এবং নিজের ছবির চিত্রনাট্য লিখছেন নিজেই।
পাশাপাশি খবর মিলেছে, চিত্রনাট্য ফাইনাল করার জন্যই লভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লভ প্রোডাকশনের সঙ্গে তার আলোচনা হয়েছে। এতদিন কাজে গতি না থাকলেও, এবার জোরকদমে শুরু হয়েছে তোড়জোড়। আসলে প্রযোজনা সংস্থা এবং তিনি নিজেও খুবই ব্যস্ত ছিলেন।
সৌরভের কথায়, ‘‘বায়োপিকের চিত্রনাট্য নিয়ে কথাবার্তা চলছে। নিজেই চিত্রনাট্য লিখছি। এত দিন ছবির নির্মাণে তেমন কোনও গতি দেখা যায়নি। কারণটা ছিল আমার ও প্রযোজনা সংস্থার আগের কিছু কাজ বাকি ছিল। তবে এবার দ্রুত কাজ শুরু হবে।’’
এমতাবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হল, দাদার চরিত্রে অভিনয় করবেন কে? মহারাজা জানান, এই বিষয়ে এখনও কাউকেই ফাইনাল করা হয়নি। তবে আলোচনায় বেশ কয়েকটি নাম উঠে এসেছে। আর এই তালিকার প্রথম দিকে রয়েছে রণবীর কাপুরের নাম। পাশাপাশি হৃত্বিক রোশনের কথাও ভাবা হচ্ছে বলে খবর।
এর আগে ভারতের বিভিন্ন খেলোয়াড় যেমন, এমএস ধোনি, সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহার, মেরিকম এবং মিলখা সিংকে নিয়ে সিনেমা হয়েছে। শীঘ্রই মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীকে নিয়েও সিনেমা তৈরি হচ্ছে। তাই মহারাজের বায়োপিক নিয়ে আর অপেক্ষা করতে রাজি নন ভক্তরা। এখন দেখার কত জলদি আসে সৌরভের বায়োপিক।