Arijit

ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল প্রসঙ্গে এবার মুখ খুললেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি, জানালেন আসল কারণ

ভারত ও ইংল্যান্ডের মধ্যে হতে চলা পঞ্চম টেস্ট ম্যাচ করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে গিয়েছে। আর তারপর থেকে এই টেস্ট ম্যাচকে ঘিরে চলছে নানান সমালোচনা। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ইংল্যান্ড ক্রিকেট দলের বেশ কয়েকজন সদস্য এই টেস্ট বাতিলের জন্য সরাসরি ভারতীয় ক্রিকেটারদের দায়ী করেছেন। অনেকে আবার এই টেস্ট বাতিল হওয়ার জন্য আইপিএলকে কাঠগড়ায় তুলেছেন।

   

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, ক্রিকেটাররা খেলতে চান নি সেই কারণে এই টেস্ট ম্যাচ হয়নি। তবে এর জন্য কোন ভাবেই ক্রিকেটারদের দায়ী করা চলবে না। কারণ ক্রিকেটাররা করোনা ভাইরাস নিয়ে খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

সৌরভ গাঙ্গুলী জানান ম্যানচেস্টার টেস্ট শুরু হওয়ার আগে ভারতের ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত হয়ে পড়েন। তার সংস্পর্শে গিয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তাদের মনেও আতঙ্ক ঢুকে গিয়েছিল তাদের শরীরেও হয়তো প্রবেশ করেছে মারণ ভাইরাস। আর তাই তারা ম্যানচেস্টার টেস্ট খেলতে চাইনি, এতে ওদের কোন দোষ নেই। এছাড়াও এই প্রসঙ্গে যে বারবার আইপিএলের নাম উঠে আসছিল সে কথা উড়িয়ে দিয়েছেন মহারাজ।