Arijit

বিশ্বকাপের পরই বিরাটকে সরিয়ে ভারতের অধিনায়ক হতে চলেছেন রোহিত, তোলপাড় ভারতীয় ক্রিকেট

গত কয়েক বছর ধরেই ভারতীয় ক্রিকেটে জল্পনা চলছে সীমিত ওভারের ফরমেটে বিরাট কোহলি পরিবর্তে অধিনায়কত্ব তুলে দেওয়া হোক রোহিত শর্মা হাতে। এবং টেস্ট ক্রিকেটের অধিনায়ক রেখে দেওয়া হোক বিরাট কোহলিকেই। এতে ভারতীয় ক্রিকেটের উন্নতি হবে বলে অনেকে দাবি করেছিলেন। এবার সেই জল্পনায় সত্যি হতে চলেছে।

   

বিশেষ সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। বিরাট কোহলির পরিবর্তে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে রোহিত শর্মার হাতে। জানা গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি।

এক বোর্ড কর্তা জানিয়েছেন, ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতেই সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চলেছেন বিরাট কোহলি। বেশ কয়েক বছর ধরে কোহলির ব্যাটিং আর আগের মত নেই। একসময় সব ফরম্যাটে নাম্বার ওয়ান পজিশনে থাকা বিরাট কোহলি ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছেন। আর সেই কারণেই অধিনায়কত্বের দায়িত্ব নিজের কাঁধ থেকে নামিয়ে ব্যাটিংয়ের আরও মনোযোগ বাড়াতে চান কোহলি। কোহলির লক্ষ্য ফের বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হওয়া এবং ব্যাট হাতে দলকে সাহায্য করা।