এই বছরের শেষেই অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছ থেকে ভাল ফলাফল আশা করছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
২০১৩ সালের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা জেতেনি ভারত। তা নিয়ে অবশ্য বেশি চিন্তা করতে নারাজ সৌরভ। তিনি বলেন, ‘‘প্রতি বার কেউ আইসিসি প্রতিযোগিতা জেতে না। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ফাইনালে হেরেছিলাম। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে গিয়ে হেরেছিলাম। তার মানে আমরা খুব খারাপ খেলছি না।’’
এবার কোহলিরা ট্রফি জিতবেন বলে আশা সৌরভের। তিনি বলেন, ‘‘ভারত যখনই খেলতে নামে সবাই জেতার আশা করে। এ বারও সেটাই করবে। দলে দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। আশা করছি অস্ট্রেলিয়ায় ভারত জিতবে। তবে তার জন্য সবাইকে ভাল খেলতে হবে।’’