Dadagiri

anita

Dadagiri: ‘দাদাগিরি’র অন্তিম লগ্নে একসাথে সৌরভ-ডোনা! প্রিয় জুটির রসায়নে মুগ্ধ দর্শকেরা

নিউজ শর্ট ডেস্ক: সব শুরুর একটা শেষ থাকে! একই কথা প্রযোজ্য বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বিভিন্ন ধরনের বাংলা সিরিয়াল এবং নন-ফিকশন (Non-Fiction) রিয়ালিটি শোগুলির ক্ষেত্রেও।

   

তাই প্রতি সিজনের মতো এবার চলতি সিজনও একেবারে  শেষের পথে দাদাগিরি সিজন ১০ (Dadagiri 10)। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সঞ্চালিত জি বাংলার (Zee Bangla) এই জনপ্রিয় গেম শো দাদাগিরি আগামীকাল অর্থাৎ ৫ই মে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সম্প্রচারিত হবে।

এই রিলেটি শোয়ের  অন্তিম পর্ব অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে প্রতিবছরের মতো এই বছরেও থাকছে দারুন চমক। প্রোমো প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে এ বছর এই বিশেষ দিনে দাদাগিরির মঞ্চে হাজির থাকবেন বলিউডের জনপ্রিয় গায়ক সুখমিন্দর সিং।

জি বাংলা,Zee Bangla,নন ফিকশন শো,Non-Fiction Show,দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,ডোনা গাঙ্গুলি,Dona Ganguly,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তাছাড়াও থাকছেন জি বাংলার সারেগামাপা খ্যাত এক ঝাঁক কলা-কুশলীরা। তবে দাদাগিরির মঞ্চে যতই অতিথিই আসুক না কেন এই শো কিন্তু অসম্পূর্ণ সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) উপস্থিতি ছাড়া।

আরও পড়ুন: ‘লুকিয়ে লাভ নেই, সেকেন্ড ডিভিশনে পাশ!’ ফাঁস সূর্য ‘দিব্যজ্যোতি’র মাধ্যমিকের রেজাল্ট

তাই প্রত্যেক সিজনের মতো এই সিজনেও দাদাগিরির মঞ্চে হাজির থাকতে দেখা যাবে সৌরভ পত্নীকে। আর এই বছর প্রথমবার গ্র্যান্ড ফিনালেতে নিজের নাচের স্কুলের স্টুডেন্টদের নিয়ে পারফর্ম করবেন ডোনা।