Arijit

হাতে ধরে খেলা শিখিয়েছিলেন! প্রিয় ভাজ্জির অবসরে আবেগঘন বার্তা সৌরভের

হঠাৎ করে শুক্রবার নিজের অবসর ঘোষণা করলেন দু’বার বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। দীর্ঘ 23 বছর ক্রিকেট খেলার পর অবশেষে ক্রিকেটের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন হরভজন। 1998 সালে সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে ভারতীয় দলে অভিষেক ঘটেছিল হরভজন সিংয়ের। তারপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয় নি, ভারতীয় দলের এক মূল্যবান সম্পদ হয়ে উঠেছিলেন হরভজন সিং। তবে শেষ কয়েক বছর সেভাবে ভারতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি, আর তাই এবার ব্যাট, বল তুলে রাখার সিদ্ধান্ত নিলেন এই অফ স্পিনার।

   

সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে 1998 সালে ভারতীয় দলে অভিষেক ঘটেছিল হরভজন সিংয়ের। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন হরভজন। ক্যারিয়ারের শুরু থেকেই হরভজন সিংকে সামনে থেকে দেখেছেন সৌরভ। হাতে ধরে খেলার ধরণ শিখিয়ে দিয়েছেন। আর তাই প্রিয় ভাজ্জির অবসরে স্বাভাবিকভাবেই মন খারাপ সৌরভ গাঙ্গুলীর। সৌরভের অধিনায়কত্বে 2001 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম এক ঐতিহাসিক হ্যাটট্রিক করেছিলেন হরভজন সিং।

অবসর গ্রহণের পর ভাজ্জিকে শুভেচ্ছা জানিয়ে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ” দুর্দান্ত ক্রিকেট ক্যারিয়ারের জন্য ওকে শুভেচ্ছা। জীবনে অনেক বাধা, বিপত্তির সম্মুখীন হয়েছে কিন্তু কখনও হার মানেনি। সমস্ত বাধা বিপত্তিকে জয় করে এগিয়ে গিয়েছে এবং সাফল্য অর্জন করেছে। ওর মধ্যে ম্যাচ জেতার খিদে ছিল, সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করত যা ওর খেলায় উন্নতি ঘটিয়েছে। ও যা করেছে তার জন্য ওর গর্ব হওয়া উচিত। ওর নতুন ইনিংসও যাতে উত্তেজক হয় সেই কামনা করি।”