পার্থ মান্নাঃ গতকাল থেকেই ঘন কালো মেঘে চেয়েছে বাংলার আকাশ। বর্ষার বিদায় বেলা এসে গেলেও বৃষ্টি অব্যাহত। মূলত বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরেই এই বৃষ্টি হয়ে চলেছে। কলকাতা থেকে শুরু করে দক্ষিণের একাধিক জেলা এমনকি উত্তরেও বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জেরে। আজ অর্থাৎ শুক্রবারে কোথায় কোথায় বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক কি বলছে মৌসম ভবন বা IMD।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ সকাল থেকে আংশিক মেঘাছন্ন। তবে বেলা জট বাড়বে ততই আরও মেঘের পরিমাণ বাড়তে পারে। সেই সাথে ঝোড়ো হওয়া আর বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩% থেকে ৯৩% অবধি থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ শুক্রবার কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রপাত সহ হালকা থেকেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সমস্ত জেলায় সতর্কতা জারি না করা হলেও উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও নদীয়া জেলায় আলাদা করে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরেও বৃষ্টির অব্যাহত থাকবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার থেকেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থাকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।
আগামীকালের আবহাওয়া
আজকের মত আগামীকাল অর্থাৎ শনিবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।