পার্থ মান্নাঃ শীতের মরশুম শুরু হওয়ার কথা থাকলেও অদ্ভুত এক আবহাওয়ার বিরাজমান পশ্চিমবঙ্গে। রাতের দিকে কিংবা সকালের দিকে ঠান্ডার অনুভূতি থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রা বাড়ছে। উত্তুরে হওয়ার প্রবেশ শুরু হলেও এখনও ঠান্ডা সেভাবে পড়েনি। এর জন্য মূলত পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপকেই দায়ী করছে আবহাওয়া দফতর। তবে কি কাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে? চলুন দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া।
কলকাতার আগামীকালের আবহাওয়া
আজকের মত কালকেও কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে বলেই যান যাচ্ছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হয়েছে ঠিকই তবে সেটা তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে চলে যাবে ফার ফলে কলকাতায় তেমনভাবে কোনো প্রভাব পড়বে না। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি থাকবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
নিম্নচাপের জেরে দক্ষিণের উপকূলের জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে ও তাপমাত্রা কমবেশি আজকের মতই থাকবে। তবে আশা করা হচ্ছে ১৫ই নভেম্বরের পর থেকে কিছুটা তাপমাত্রা কমবে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরের জেলাগুলোতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও পাহাড়ে তাপমাত্রার খুব একটা পতন লক্ষ্য করা যায়নি। তবে শুক্রবারের পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
শীতের পূর্বাভাস
অন্য বছর কালীপুজো পেরোলেই ঠান্ডা পড়তে শুরু হয়ে যায়। তবে এবছর কালীপুজো, ভাইফোঁটা পেরিয়ে জগদ্ধাত্রী পুজো শেষের দিকে চলে এলেও ফ্যান চলছে সবার বাড়িতেই। তাই বাঙালির মনে প্রশ্ন কবে ঠান্ডা পড়বে পশ্চিমবঙ্গে? আবহাওয়া দফতর জানাচ্ছে ১৫ই নভেম্বরের পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু হবে। আর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ জাঁকিয়ে ঠান্ডা অনুভব করতে পারবে বাঙালি।