পুজোর মাস পরে গেলেও বৃষ্টি বন্ধ হওয়ার নাম নেই। ঠিক যেমনটা আবহাওয়া দফতর জানিয়েছিল তেমনই বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ জারি রয়েছে বৃষ্টি। কিন্তু কেন এখনও বিদায় নিচ্ছে না বর্ষা? এর উত্তর হল মৌসুমী বায়ু অনেকটা সক্রিয় হয়ে ওঠায়, দেশের উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর চলমান মেঘপুঞ্জ তৈরি হয়েছে। যার ফলে, আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। চলুন দেখে নেওয়া যাক কি বলছে মৌসম ভবন।
ঝোড়ো হাওয়া ও সতর্কতা
বাংলাদেশের চারটি সমুদ্র বন্দর – চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে এবং এতে বৃষ্টি হতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, দেশের আট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই উপকূলের মানুষদের আগে থেকেই সতর্ক থাকার জন্য বার্তা দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে আলিপুর আবহাওয়া দফতর নিজের রিপোর্টে জানিয়েছে আজ ও কাল অর্থাৎ শুক্রবার উত্তর ও ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এমনকি কলকাতা সহ, হাওড়া, হুগলি এমনকি নদীয়া বা বাকি জেলাগুলোতেও বিক্ষপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসাথে আকাশে বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা বার্তাও জারি করা হয়েছে।