South Bengal Weather Forecast rain on sunday at various distrcts

ছুটির দিনেও রেহাই নেই, রবিতেও পচা বৃষ্টি একাধিক জেলায় : আগামীকালের আবহাওয়া

পার্থ মান্নাঃ বর্ষা অনেক আগেই শেষ হওয়ার কথা থাকলেও এবছর দুর্গাপুজো পেরিয়ে গেলেও বৃষ্টি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই লক্ষীপুজো শেষ, কালীপুজোর জন্য দিন গুণছে বাঙালি। তারই মাঝে আবহাওয়া নিয়ে খারাপ খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। এবছর যেমন দুর্গাপুজোয় বৃষ্টি হয়েছে তেমনি কালীপুজোর আগেও নতুন করে দুর্যোগের পরিস্তিতি তৈরী হচ্ছে।

যেমনটা জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ রবিবার থেকেই নাকি মধ্য আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরী হচ্ছে। এদিকে ২২শে অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরী তীব্র সম্ভাবনা থাকছে। যে কারণে আগামী ২৩ ও ২৪ শে অক্টোবর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

বিগত কয়েকদিন ধরে দক্ষিণের একাধিক জেলায় হালকা তকী মাঝারি বৃষ্টি হয়েই চলছে। আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে, সাথে ছিল আকাশের গুড়ুম গুড়ুম। তবে হাওয়া অফিস বলছে আগামীকালও কলকাতা সহ দক্ষিণের বর্ষ কয়েকটি উপকূলীয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থাকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অবশ্য আলাদা করে কোনো জায়গাতেই সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গেও বিগত কয়েক দিনে দার্জিলিং, জলপাইগুড়ি থেকে কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় জালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। মৌসম ভবনের মত আগামীকাল অর্থাৎ রবিবারেও উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় একই থাকবে। দার্জিলিং থেকে কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

প্রসঙ্গত, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে আগামী ২৩ থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত বুলেটিন। তাছাড়া আগামী ২৩ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X