পার্থ মান্নাঃ ঘূর্ণিঝড়ের প্রভাবে হলেও বাংলার তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্ষা যদিও অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল তবে এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি। তাই অনেকেই ভাবতে শুরু করেছেন কবে শীত পড়বে বাংলায়? শীতকাল আসতে এখনও কিছুটা দেরি আছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে দক্ষিণের একাধিক জেলায়। কোন কোন জেলায় আজ অর্থাৎ সোমবার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন? চলুন দেখে নেওয়া যাক IMD এর আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারে কলকাতার আকাশ কমবেশ পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ হয়ে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি এর আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪% থেকে শুরু করে ৮৫% পর্যন্ত যেতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী আজ দক্ষিণের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুতের ঝলকানি সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও কোথাওই ভারী বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ সোমবার উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। আপাতত পাহাড়ে শুষ্ক আবহাওয়া থাকতে পারে কিছুদিন এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
কবে শীত পড়বে বঙ্গে?
ঘূর্ণিঝড় দানার প্রভাব শেষ হওয়ার পর হুট করে তাপমাত্রা কিছুটা বাড়লেও ধীরে ধীরে উষ্ণতা কমতে শুরু করেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই বর্ষার বিদায় হবে আর উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া আসা শুরু হবে। যদিও শীতকালের মজা পেতে ঢের দেরি রয়েছে বলেই জানা যাচ্ছে। মৌসম ভবনের মতে এবছর জাকিয়ে শীত পড়তে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।