পার্থ মান্নাঃ লক্ষীপূজোর দিনেই নতুন করে দুর্যোগের সূত্রপাত! আবহাওয়া দফতর যেমনটা পূর্বাভাস দিয়েছিল তেমনটাই হল। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হওয়া গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় ঝোড়ো হাওয়া আর বৃষ্টি দেখা গিয়েছে। আজকেও কি এমনই থাকবে আবহাওয়া? কি বলছে মৌসম ভবন বা IMD? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানা হচ্ছে। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। তবে খুব ভারী বৃষ্টি হবে না বলেই জানা যাচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২% থেকে ৮৯% পর্যন্ত থাকবে যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি হবে বলে জানা যাচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আজ বৃহস্পতিবার অর্থাৎ লক্ষীপূজোর দিনেও ভিজবে বাংলার একাধিক জেলা। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে জানা যাচ্ছে। মূলত দার্জিলিং ও কালিম্পঙ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আলাদা করে কোনো বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিসের তরফ থেকে। তাই যে সমস্ত পর্যটকেরা উত্তরবঙ্গ ভ্রমণে যাচ্ছেন তাঁরা সঙ্গে ছাতা রেখে দিন।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবারও বৃষ্টি নামবে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন থেকে। দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, পুর মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পনর ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও ভারী বৃষ্টির সতর্কতা কোথাও জারি করা হয়নি।