নিউজশর্ট ডেস্কঃ একটানা বৃষ্টির (Rain) থেকে কিছুটা বিরতি মিলেছে দক্ষিণবঙ্গে। বিগত কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। যার জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। তবে শনি ও রবিবার অপেক্ষাকৃত ভালো ছিল দক্ষিণের আবহাওয়া। কিন্তু আজ সপ্তাহের শুরুর দিনে সোমবারেই আকাশের মুখ ভার। আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর, কোথায় কোথায় হবে বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক ওয়েদার রিপোর্ট।
আজকের আবহাওয়া
আগের তুলনায় বৃষ্টি কিছুটা কমেছে ঠিকই তবে এখুনি বর্ষা শেষ হককে না। সপ্তাহের শুরুতে কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে যে কারণে অস্বস্থি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কলকাতা সহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এখানেই শেষ নয়, আগামী কয়েক দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে ঘূর্ণাবর্তের সম্ভাবনা তৈরী হয়েছে। যদি সেটা হয় তাহলে বৃষ্টি আরও বাড়বে বলেই আশঙ্কা করছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
গতকালের মত আজও উত্তরে বৃষ্টি অব্যাহত থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারের বৃষ্টি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এই বৃষ্টি আগামী ৭ দিন কমবেশি চলার সম্ভাবনা থাকছে।
আগামীকালের আবহাওয়া
আজকের মত আগামীকালও আবহাওয়া কমবেশি একই রকম থাকবে। তবে যে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে সেটা তৈরী হলে বৃষ্টিপাত বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণে হুগলি সহ দুই বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। একইভাবে উত্তরেও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বার্তা দেওয়া হয়েছে।