পার্থ মান্নাঃ নিম্নচাপ থেকেই টাইফুন ইয়াগির জেরে বিগত কয়েকদিন যে হারে জল ঢালছিল আকাশ তাতে অনেকেই চিন্তায় ছিল বিশ্বকর্মা পুজোর দিনে কি হবে। তবে মুখ রেখেছে আকাশ। কাল থেকেই রোদের দেখা মিলেছে। আর আজও সকাল থেকে বেশ পরিষ্কার আকাশ। তবে একেবারে বৃষ্টি থেকে রেহাই মেলেনি। আজও দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথায় কোথায়? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার আপডেট।
আজকের আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০% থেকে ৯০% পর্যন্ত থাকবে। ফলে বেলার দিকে ঘামের কারণে অস্বস্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ ধীরে ধীরে ঝাড়খন্ড ও রাঁচির দিকে সরেছে। যার কেড়ে আকাশ পরিষ্কার হয়ে রোদের ঝলক মিলেছে। তবে বৃষ্টির আশঙ্কা যে একেবারে কেটে গেছে তা কিন্তু একেবারেই নয়। আজ অর্থাৎ মঙ্গলবার পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টি হবে আজকের দিনেও। যার মধ্যে দার্জিলিং, কালিম্পং ও মালদা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আগামীকালের আবহাওয়া
আজ অর্থাৎ মঙ্গলবার আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও আগামীকাল অর্থাৎ বুধবার ফের বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। দক্ষিণে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদবীরভূম ও নদিয়া জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে শেষমেশ বৃষ্টির পরিমাণ কমছে, ফলে হালকা বা মাঝারি বৃষ্টি হবে কয়েকটি জেলাতেই।