South Bengal Weather heavy rainfall alert in 8 districts and it will continue for few days says weather department

নিম্নচাপের জেরে আজও ভারী বৃষ্টি দক্ষিণের ৮ জেলায়, কবে বিদায় নেবে বর্ষা? দেখুন আবহাওয়ার খবর

নিউজশর্ট ডেস্কঃ বিগত একমাস ধরে বৃষ্টি (Rain) হয়েই চলেছে। মাঝে এক বা দুদিন কমলেও তারপরেই ফের চালু হয়েছে বর্ষা। আর এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরী হওয়া নিম্নচাপের জেরে আবারও তৈরী হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় জারি হল সতর্কতা? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া দফতরের দেওয়া ওয়েদার আপডেট।

আজকের আবহাওয়া

গতকাল অর্থাৎ রবিবারেই প্রায় ৫৯.৫ মিলি বৃষ্টি হয়েছে মিলি। নিম্নচাপের জেরে আজ বৃষ্টি বাড়বে, সাথে বজ্রপাত হবে বলেই জানা যাচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি থাকবে। তবে যেটা সমস্যা সেটা হল বাতাসের জলীয় বাষ্পের হার ৭৮% থেকে ৯৭% পর্যন্ত থাকবে যার কারণে আর্দ্রতা জনিত অস্বস্থি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

যেমনটা আগেই জানিয়েছি কলকাতায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে সমগ্র কলকাতা জুড়ে নয় কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এছাড়া হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা যাচ্ছে। মূলত নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণের জেলাগুলির মত উত্তরেও একাধিক জেলায় অতিবৃষ্টির জেরে জনজীবন ব্যাহত হয়েছে। আজও দার্জিলিং, কালিম্পঙ আর আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলাটিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসাথে বৃষ্টির জেরে রাস্তার হাল খারাপ থাকতে পারে, ও ভূমি ধস পর্যন্ত নামতে পারে বলে আশঙ্কা জারি করেছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া

আজকের মত কালকেও আবহাওয়ার রূপ একইরকম থাকবে। অর্থাৎ মঙ্গলবারও দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগণা, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় পরিস্থিতি আজকের মতোই থাকবে বলে জানা যাচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X