পার্থ মান্নাঃ কার্তিক মাস পড়ে গেলেও বাংলা থেকে বর্ষার বিদায় নেওয়ার নাম নেই। ‘দানা’র প্রভাব শেষ হলেও কোথাও কোথাও নিম্নচাপের জেরে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় আবহাওয়া কিছুটা শুষ্ক হয়েছে। এককথায় বলতে গেলে তিন ঋতুর আবহওয়া পাওয়া যাচ্ছে গোটা দিন মিলিয়ে। সকালে ঘুম ভাঙার সময় হালকা ঠান্ডা অনুভূতি হলেও বেলা বাড়তেই গরম অনুভব হচ্ছে। এদিকে বিকেলের পর আকাশে মেঘের সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির হচ্ছে। তবে আগামীকাল অর্থাৎ কালীপুজোর দিন কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়ার খবর।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ কালীপুজোর দিন সকাল থেকে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে পরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতায়। যদিও জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আগামীকাল অর্থাৎ কালীপূজার দিন সকাল থেকেই আকাশ পরিষ্কারই থাকবে। তবে বেলা যত বাড়বে ততই মেঘের আনাগোনা বাড়তে পারে আকাশে। বিকেলের পর কলকাতা থেকে শুরু করে হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ কালীপুজোর দিন বৃহস্পতিবারে উত্তরের প্রায় সব জেলাতেই বৃষ্টির আবহাওয়া বজায় থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাকি জেলা যেমন কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে।