পার্থ মান্নাঃ কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেখা মেলেনি, দিব্যি প্যান্ডেল হপিং করেছেন বাংলার মানুষ। তবে আজ অর্থাৎ নভেম্বর মাসের ১ লা তারিখ থেকেই আবহাওয়ার কিছুটা বদল লক্ষ করা যাচ্ছে। ক্যালেন্ডারের পাতা অনুযায়ী শীতের শুরু হওয়ার কথা থাকলেও খুব একটা ঠান্ডা পড়েনি। অবশ্য মেঘলা ওয়েদারের জেরে সকালে গায়ে চাদর দিচ্ছেন কমবেশি সকলেই। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবন বা IMD এর আবহাওয়ার আপডেট।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই আবহাওয়া শুষ্ক রয়েছে। তবে বেলার বাড়ার সাথে সাথে আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে। যদিও বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে বলে জানা যায়নি। সকালের তাপমাত্রাও বেশ কম। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে বলেই মনে করা হচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪ এর আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০% থেকে ৭৯% পর্যন্ত থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দক্ষিণের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণে বৃষ্টি না থাকলেও উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা সমস্ত জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণের আকাশ পরিষ্কার থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কোনো জেলাতেই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ থেকে আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।