South Bengal Weather Maha Saptami Rain forecast in many districts

সপ্তমীতেও রেহাই নেই, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এই ৬ জেলায় : আবহাওয়ার খবর

পার্থ মান্নাঃ আজ বৃহস্পতিবার মহাসপ্তমী, উৎসবের মরশুমে আনন্দে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই। কিন্তু মুশকিল হল এখনও পুজোর মজা নষ্ট করতে মাঝে মধ্যেই নামছে বৃষ্টি। তাই আজ যারা প্যান্ডেল হপিংয়ের প্ল্যান বানিয়েছেন তাদের আগে থেকেই আবহাওয়া সম্পর্কে জেনে রাখা ভালো। আজও কি বৃষ্টি হবে? কি বলছে Indian Meteorogical Department বা IMD? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।

আজকের আবহাওয়া

কলকাতর আকাশ আজ মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। তবে দিনের কিছু সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি হবে। আজ বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে কলকাতায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিগত কিছুদিন ধরে আবহাওয়া কমবেশি একই রয়েছে। আর আগামী কয়েক দিন অর্থাৎ ১৩ তারিখ পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আজ কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও নদীয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। যার জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণের মত উত্তরেও এবছর লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। আজও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা আছে। সাথে বজ্রবিদ্যুৎ পাতও হবে বলে জানা যাচ্ছে। তবে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত অনেকটাই কম।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শুক্রবার হল মহাঅষ্টমী। দুর্গাপুজোর অষ্টমীর দিন একটু বেশি স্পেশাল বলে মনে করা হয়। তবে দিনেও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। এদিনে উত্তরেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X