নিউজশর্ট ডেস্কঃ বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে ফের এক দফা বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। আগেই সতর্কতা বার্তা দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেইমত সপ্তাহের প্রথম দিন থেকেই ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। এমনকি আরও কিছুদিন একই থাকবে আবহাওয়া। যার জেরে পুজোর আগে কেনাকাটি করতে যাওয়া মাটি হতে পারে। আজ মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদের দেখা মিলবে ঠিকই তবে যখন তখন নামতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে বলেই জানা যাচ্ছে ওয়েদার রিপোর্ট থেকে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ % থেকে ৯০% পর্যন্ত থাকবে। যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের তরফ থেকে প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হবে পশ্চিমব মেদিনীপুর জেলায়। উপকূলীয় এলাকায় নিম্নচাপের প্রভাবেই বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানা যাচ্ছে। এদিকে সমুদ্র উত্তাল হওয়ার কারণে মৎসজীবীদের আজ সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরেও রেহাই নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার ও মালদা জেলায় মাঝারি বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যদিও কালিম্পং, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির তেমন স্বভাবনা নেই বলেই জানা যাচ্ছে। আকাশ একেবারে ঝলমলে পরিষ্কার না হলেও হালকা মেঘাছন্ন থাকবে।
আগামীকালের আবহাওয়া
নিম্নচাপের শক্তি এখনও কমার কোনো লক্ষণ নেই। তাই আগামীকাল অর্থাৎ বুধবারও বৃষ্টির অব্যাহত থাকবে। দক্ষিণের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে। বাকি কলকাতা, হাওড়া হুগলি সহ বাকি জেলাগুলিতে মেঘলা আবহাওয়া বজায় থাকবে ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরের আবহাওয়াও কমবেশি একই থাকবে। কয়েকটি জেলা বাদের বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।