নিউজশর্ট ডেস্কঃ গোটা অগাস্ট জুড়ে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পর সেপ্টেম্বর পড়তে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল। তবে বৃষ্টি থামতেই ভাদ্রের গরমে ফের নাজেহাল করে দেয়। যদিও বঙ্গোপসাগরে তৈরী হওয়া নতুন নিম্নচাপের জেরে আবারও বৃষ্টি দক্ষিণ থেকে উত্তর সর্বত্রই। এককথায় বলতে গেলে অদ্ভুত পরিস্থিতি আবহাওয়ার। একদিন গরমের জেরে ঘামতে হচ্ছে তো আরেকদিন বৃষ্টির জেরে বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। আর কতদিন চলবে এমন? চলুন জেনে নেওয়া যাক কি বলছে আলিপুর আবহাওয়া দফতর।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ হালকা মেঘাছন্ন থাকবে। মাঝে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিও হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে তবে গরম কিন্তু বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। একইসাথে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ৫৪% থেকে ৯১% পর্যন্ত যেতে পারে। যার জেরে আদ্রতা জনিত অস্বস্থি বা বলা ভালো গলদঘর্ম অবস্থা হবে বঙ্গবাসীর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণের জেলাগুলিতে নিম্নচাপের জেরে ফের বৃষ্টি চালু হয়েছে। গতকালও বেশ ভালো বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। আর আজও বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে ঝড়ের সম্ভাবনা আছে, যেটা ঘন্টায় ৫৫-৬০ কিমি বেগে আছড়ে পড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরেও চালু রয়েছে বৃষ্টি খেলা। আজ অর্থাৎ রবিবারেও দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে কমবেশি বৃষ্টি হবে জানা যাচ্ছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিসের প্রাকাশিত স্পেশাল বুলেটিন থেকে। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরেও দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ এ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।