নিউজশর্ট ডেস্কঃ একটানা বৃষ্টির (Rain) পর কিছুটা শান্ত হয়েছে প্রকৃতি। যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি রয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। এরই মাঝে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরী হয়েছে নতুন ঘূর্ণাবর্ত জার জেরে আগামীতে পুনঃরায় ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। কেমন থাকবে কলকাতা সহ আশপাশের আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
গতকালের মত আজও সকাল থেকেই আকাশ মেঘলা। কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। এমনই বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে সারাদিন। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত থাকবে যার জেরে অস্বস্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ‘ওয়াইড স্প্রেড রেন’ এর সম্ভাবনা আছে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তাই আজ অর্থাৎ বুধবার ও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সমগ্র দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি হওয়ার চান্স থাকছে। এছাড়া হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবছর উত্তরের জেলাগুলিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যেটা এখনও হয়েই চলেছে। আজও জলপাইগুড়ি, কালিম্পঙ ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে মালদায় বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরের আবহাওয়ার উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে। কোচবিহার ও জলপাইগুড়ি ছাড়া বাকি সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ কমতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মেঘলা আবহাওয়া থাকবে। এমনকি স্বাধীনতা দিবসের দিনে হাওড়া, উত্তর ও দক্ষণ ২৪ পরগণা থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর আর মালদাতে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হওয়া অফিস।