পার্থ মান্নাঃ আজ বুধবার লক্ষীপূজোর দিনে আবহাওয়া খুব একটা ভালো নয়। সকাল থেকেই আকাশের মুখ ভার। অনেকেই আকাশ দেখেই বলে দিতে পারেন আজ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সত্যিই কি তাই? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে কি বলছে আলিপুর আবহাওয়া দফতর?
কারণ আগেই জানানো হয়েছিল যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এক নিম্নচাপ রয়েছে, যেটা আরও শক্তিশালী হচ্ছে। এই নিম্নচাপ আগামী কয়েক ঘন্টার মধ্যেই তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে। যদিও এর প্রভাব সরাসরি পর্বে না তবে কিছুটা হলেও আবহাওয়ার বদল ঘটবে।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। ভারী বৃষ্টি না হলেও শহরের কিছু কিছু জায়গায় বিক্ষপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এর আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪% থেকে ৯০% পর্যন্ত থাকবে। যার কারণে আদ্রতা জনিত অস্বস্তি হবে বলে জানা যাচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা গিয়েছে। যদিও বজ্রপাতের কোনো সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের জেলাগুলিতে অবশেষে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। আজ শুধুমাত্র দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফ থেকে।
আগামীকালের আবহাওয়া
আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে বলে মনেকরে হচ্ছে। তবে বৃহস্পতিবার দক্ষিণের কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরে দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় আগামীকাল একরকমভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির হওয়ার চান্স থাকছে।