South Bengal Weather Rain forecast and Cyclone Dana live update

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’! কালীপুজোর আগেই তান্ডব চলবে বাংলার ৯ জেলায় : আবহাওয়ার খবর

পার্থ মান্নাঃ আর কয়েকটা দিন পেরোলেই কালীপুজো। এদিকে উৎসবের সাথে তাল মিলিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। মৌসম ভবন বা IMD এর তরফ থেকে আগেই জানানো হয়েছিল আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিবর্তিত হয়েছে, যেটা আজ আরও শক্তিশালী হবে। এরপর আগামীকালই সেটা ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পর্বে। এর প্রভাবে দক্ষিণের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা তৈরী হয়েছে। তাহলে আজকে কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেয়াও যাক।

আজকের আবহাওয়া

আজ সকাল থেকে কলকাতার আকাশ যথেষ্ট পরিষ্কার। রোদের দেখা মিলবে, তবে মাঝে কিছু সময়ের জন্য আংশিক মেঘাছন্ন হবে আকাশ। যদিও বৃষ্টির পূর্বাভাস নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা যাচ্ছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ৬৭% থেকে ৯০% পর্যন্ত থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের আকাশ যথেষ্ট পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে। যদিও উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় মেঘের দেখা মিলবে। যার জেরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার আকাশ পরিষ্কার থাকবে  অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আকাশে মেঘ থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুর দুয়ার ও কোচবিহার জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

আগামীকালের আবহাওয়া

আজকের দিন আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটাই ভালো থাকলেও ২৪ ঘন্টা পর থেকেই রূপ বদলাতে সরু করবে। আগামীকাল অর্থাৎ বুধবারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিসের মতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো বইবে আর এক দিনেই প্রায় ৭০-১১০ মিলি বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X