South Bengal Weather Rain Forecast in these districts

বঙ্গোপসাগরে তৈরী ঘূর্ণাবর্তের জেরে পন্ড হবে পুজোর প্ল্যান? দেখুন আগামীকালের আবহাওয়া

পার্থ মান্নাঃ মহা সপ্তমীতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়া অপেক্ষাকৃত ভালোই রয়েছে। যদিও বর্ষার বিদায় বেলা অনেক আগেই এসে যাওয়া উচিত ছিল তবে বঙ্গপোসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্তের কারণে নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। Indian Meteorogical Department বা IMD এর মতে আরও কিছুদিন আব্বহাওয়া এমনই থাকবে তারপর অক্টোবর মাসের মাঝামাঝি নাগাদ হয়তো বর্ষা বিদায় জানাবে।

আগামীকালের আবহাওয়া

মূলত দক্ষিণ-পশ্চিমি মৌসুমী অক্ষরেখার প্রভাবেই আরও কয়েকদিন বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। আজ মহাসপ্তমীতে সেভাবে বৃষ্টিপাত না হলেও আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক কি বলছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া : দক্ষিণের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা বার্তা জারি করেছে হাওয়া অফিস। তবে বাকি জেলাগুলিতে কোনো সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া : উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবছর অত্যাধিক বৃষ্টির জেরে পাহাড়ের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তায় ধস নামা থেকে একাধিক নদী প্লাবিত হয়েছিল। পর্যটকদেরও কিছুটা হেনস্থা হতে হয়েছে। তবে আশা করা হচ্ছে আগামী ১৩ই অক্টোবরের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X