পার্থ মান্নাঃ পুজোর কটাদিন কমবেশি বৃষ্টিপাতের মধ্যে দিয়েই কেটেছে। অবশ্য সপ্তমীর পর খুব একটা বৃষ্টি হয়নি বললেই। চলে তবে দুর্গাপুজোর শেষ বেলায় ফের দুর্যোগের আশঙ্কা তৈরী হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও নিরক্ষীয় ভারত মহাসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত পশ্চিম-উত্তরের দিকে। এগোচ্ছে যার ফলে দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরী হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। যদি সেটা হয় তাহলে ফের বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ।
মৌসম ভবন বা Indian Meteorological Department এর তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় নিম্নচাপ বলয় আরও স্পষ্ট হবে। এছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিলেই পশ্চিমবঙ্গে বৃষ্টি নামবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গেও সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত দার্জিলিং ও কালিম্পয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই আলাদা করে আর কোনো সতর্কতা জারি করা হয়নি।
মঙ্গলবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। দক্ষিণে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াসমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে। যদিও আলাদা করে বজ্রপাতের বা ভারী বৃষ্টির সতর্কতা নেই বলেই জানা যাচ্ছে।