পার্থ মান্নাঃ ঘূর্ণিঝড় দানার প্রভাব বাংলা থেকে কেটে গিয়েছে। তবে ওড়িশাতে ল্যান্ডফল করার পর সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আছড়ে পড়ার পর থেকে ক্রমশ শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হয়েছে দানা। তাই শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমেছে একাধিক জেলায়। আর আজ রবিবার দক্ষিণের একাধিক জেলায় সকাল থেকেই পরিষ্কার আকাশের দেখা মিলেছে। তবে বিপদ এখনও সম্পূর্ণ কাটেনি। আজ রবিবারে কোন কোন জেলায় বৃষ্টি? কেমন থাকবে আজকের আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক কি বলছে মৌসম ভবন বা IMD।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ হালকা মেঘাছন্ন থাকবে। সকালে কখনো পরিষ্কার আকাশ তো কখনো মেঘলা আবহাওয়া থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের হার ৬৯% থেকে ৮৭% পর্যন্ত থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। যার জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না বলেই জানা যাচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় দানার প্রভাব খুব একটা পড়েনি। তবে বর্ষা এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি উত্তরবঙ্গ থেকে। আজ অর্থাৎ রবিবার দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থাকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের রিপোর্ট থেকে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পঙ, মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা যাচ্ছে