পার্থ মান্নাঃ পুজোর কটা দিন বৃষ্টি না হলেও লক্ষী পুজোর দিন থেকেই আবহাওয়ার মুড সুইং চালু হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ উপকূলের জেলাগুলিতে আছড়ে পড়তেই ফের দফায় দফায় বৃষ্টি নামতে শুরু করেছে। এমনকি আগামীদিনেও বৃষ্টির সম্ভাবনা প্রবল হচ্ছে আরব সাগরে তৈরী হওয়া নতুন ঘূর্ণাবর্তের জেরে। অর্থাৎ কালীপুজোর আগেই নতুন করে দুর্যোগ তৈরী হয়েছে। যা পরবর্তীতে একটি নয় দুটি গভীর নিম্নচাপের সৃষ্টি করবে। কবে কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি? চলুন দেখে নেওয়া যাক কি বলছে আবহাওয়া দফতর বা IMD।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ইতিমধ্যেই বজ্রপাত সহ হালকা বৃষ্টি হয়ে গিয়েছে। সুতরাং আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যে আছে সেটা বোঝাই যাচ্ছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপের জেরে দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভনা আছে বলে জানা যাচ্ছে। তবে বাকি জেলাগুলিতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শেষ প্রকাশিত বুলেটিন থেকে জানা যাচ্ছে, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানা যাচ্ছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিনে নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। যদিও বৃষ্টি তাতে কমছে না। দক্ষিণবঙ্গে কলকাতা , দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসাথে উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফ থেকে।