পার্থ মান্নাঃ বাংলা থেকে ‘দানা’ দুর্যোগের বিদায় ঘটেছে। সকলেই আশা করেছিল এবার হয়তো বর্ষা বিদায় নেবে আর শীতকাল পড়তে শুরু হবে। সে আর হচ্ছে কই! ঘূর্ণিঝড় নিম্নচাপ হয়ে সরে গেলেও দক্ষিণ থেকে উত্তর বাংলার আবহাওয়া এখনও ভোল পাল্টাচ্ছে মুহূর্তে মুহূর্তে। কালীপূজোতেও নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে জানা যাচ্ছে মৌসম ভবন বা IMD সূত্রে। আজ মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই কলকাতার আকাশ হালকা মেঘাচ্ছন্ন। বেলা বাড়লে রোদের দেখা মিলবে ঠিকই। তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭% থেকে ৮৬% পর্যন্ত থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণে মেঘলা আবহাওয়া বর্তমান। এর ফলে আজ মঙ্গলবারে কলকাতা সহ., হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাটগ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের জেলাতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা আর নেই। দিয়ে ধীরে তাপমাত্রাও কমেছে অনেকটাই। তবে আজ মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের রিপোর্টে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার নিম্নচাপের প্রভাব বাড়বে বলে জানা যাচ্ছে। যার জেরে দক্ষিণে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও সব জায়গায় বৃষ্টি নাও হতে পারে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহার থেকে আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।