পার্থ মান্নাঃ কদিন বৃষ্টি থামতেই রীতিমত হাফ বয়েল করে দিয়েছে ভাদ্রের গরম। তবে এবার বঙ্গোপসাগরে তৈরী হওয়া দুই ঘূর্ণাবর্তের জেরে সৃষ্টি হবে নিম্নচাপ। যার জেরে নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরী হচ্ছে। হাওয়া অফিসের মতে, সোমবার বেলা যত বাড়বে ততই বদলাবে আবহাওয়া। ৩০ – ৫০ কিমি বেগের ঝোড়ো হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের একাধিক জেলায়। কোন কোন জেলায় জারি হল সতর্কতা? চলুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ আংশিক মেঘাছন্ন থাকবে। কিছু জায়গায় হালকা থেকেই মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে উষ্ণতার পারদ আজও উর্ধমুখী থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। একইসাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮% থেকে ৮৭% পর্যন্ত থাকবে। যার জেরে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। প্যাচপ্যাচে গরমের কারণে অসহনীয় হয়ে উঠবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুত্পাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যদিও হাওড়া,হুগলি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরে ফের বৃষ্টির ভ্রূকুটি দেখা দিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাওয়া অফিসের তরফ থেকে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণের কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সাথে বজ্রপাতের সম্ভাবনা হাঁকছে। যার জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জেরে হলুদ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। একইসাথে ৩০ – ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে বলেও মনে করা হচ্ছে।