নিউজশর্ট ডেস্কঃ উত্তর বঙ্গোপসাগরে তৈরির হওয়া ঘূর্ণাবর্তের জেরে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূল এলাকায় নিম্নচাপ বেশ শক্তিশালী হচ্ছে। যার জেরে আগামী কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। তাই এখনই যে বর্ষা বিদায় নিচ্ছে না সেটা বলাই যায়। আজ অর্থাৎ শনিবার কোথায় কোথায় বেশি বৃষ্টির সম্ভাবনা? চলুন দেখে নেওয়া যাক আবহওয়ার খবর।
আজকের আবহাওয়া
নিম্নচাপের জেরে আকাশ মূলত মেঘলাই থাকবে সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসাথে বজ্রপাত হতে পারে বলে জানানো হয়েছে। বিগত ২৪ ঘন্টায় প্রায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতা শহরে। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত থাকবে। যার জেরে আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছেই। শনিবার পেরোলে এই বৃষ্টি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। এমনকি শ্রাবণ শেষ হয়ে ভাদ্র এস পড়ে গেলেও অবিরাম বর্ষণ হয়েই চলেছে। ইতিমধ্যে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৭শে অগাস্ট পর্যন্ত বৃষ্টি জারি থাকবে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদা জেলায় মাঝেই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আগামীকালের আবহাওয়া
আজকের মত আগামীকালও আবহাওয়া কমবেশি একই থাকবে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে দফতর। তাই বৃষ্টি জারি থাকবে বলা যেতেই পারে। দক্ষিণবঙ্গে হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া ও পুরুলিয়াতে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।