পার্থ মান্নাঃ বিগত কয়েক সপ্তাহ একটানা বৃষ্টিথেকে শেষ কয়েকদিনের অবিরাম ভারী বৃষ্টির খেলা আপাতত বন্ধ হয়েছে। আসলে নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হচ্চিল। সেটা ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে পশ্চিমবঙ্গের সর্বত্র। তবে এরই মাঝে ডিভিসি জল ছেড়ে দেওয়ায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে দক্ষিণের বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
আজ কলকাতার আকাশ বেশ পরিষ্কার থাকবে। অবশ্য মাঝে মধ্যে একটু আধটু মেঘের দেখা পাওয়া যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি এর আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০% থেকে ৮৬% এর মত থাকবে। যার জেরে প্যাচপ্যাচে গৰম ও অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণের জেলাগুলিতে ভাদ্রের গরমের প্রভাব পড়তে দেখা যাচ্ছে। বৃষ্টি নেই বললেই চলে তবে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া ও নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃত্তি হলেও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
অবশেষে উত্তরে বৃষ্টি থেমেছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই আজ নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে। আজ দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ২০ ডিগ্রি পর্যন্ত যেতে পারে। সুতরাং পর্যটকদের জন্য পরিবেশ মনোরম থাকবে বলা যেতেই পারে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। তবে উত্তরে সেভাবে বৃষ্টি নেই বললেই চলে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার এলাকায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে সেভাবে আর কোনো জেলায় বৃষ্টি নেই বললেই চলে।