পার্থ মান্নাঃ আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন হওয়ার থেকে বড় কথা আজকে চতুর্থী। পশ্চিমবঙ্গের দুর্গাপযো শুরু হয়ে গিয়েছে বলা যেতেই পারে। লোকে ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছে দলবেঁধে। কিন্তু বৃষ্টি যে এখনো থামার নাম নেই। উত্তর থেকে দক্ষিণ এখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে বাংলা। তাই আজকে কোথাও বেরোনোর আগে অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে নেওয়া উচিত। কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই আকাশ বেশ পরিষ্কার রয়েছে। কিছু কিছু এলাকায় মেঘের দেখা মিললেও সেটা তেমন চিন্তার নয়। সব মিলিয়ে আজকে আকাশ পরিষ্কার থাকবে কলকাতা শহরে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮% থেকে ১০০% পর্যন্ত যেতে পারে। যার জেরে কিছুটা হলেও আদ্রতা জনিত অস্বস্তি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ সোমবারে বৃষ্টির পরিমাণ আগের থেকে কমলেও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা।, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানা যাচ্ছে। যার জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণের বাকি রাজ্যেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। যদিও তার জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। তবে বাকি জেলাগুলিতে আলাদা করে কোনো সতর্কতা জারি না করলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
বঙ্গোপসাগরের কাছে যে নিম্নচাপ তৈরী হয়েছিল সেটা আপাতত কেটে গিয়েছে। তবে এখনো মৌসুমী অক্ষরেখা সক্রি রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বাকি জেলা যেমন আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বিক্ষপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। তবে আশা করা হচ্ছে পুজোর কটা দিন বৃষ্টি খুব একটা সমস্যা হবে না।