নিউজশর্ট ডেস্কঃ ঘূর্ণাবর্ত দিয়ে শুরু তারপর নিম্নচাপের জেরে উত্তর থেকে দক্ষিণ অবিরাম চলছে ভারী বর্ষণ। কলকাতা থেকে হাওড়া হুগলি হোক বা উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি সর্বত্রই অভিভারি বৃষ্টির জেরে জল দাঁড়িয়ে গিয়েছে। তবে বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় ক্রমশ উত্তর পশ্চিম ভারতের দিকে সরবে বলে জানানো হয়েছে। তাহলে রবিবারে কেমন থাকবে অভাব? চলা দেখে নেওয়া যাক।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ রবিবার আকাশ মেঘাচ্ছন্নই থাকবে। সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বাড়ির বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। আর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে প্রায় ৭০-৮৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বেস্টি হয়েছে দমদমে প্রায় ১০০মিলি, এরপরেই আছে সল্টলেক যেখানে ৮১.১ মিলি বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণের একাধিক জেলায় এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই গিয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রবিবার বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বাকি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে মঙ্গলবার থেকে আবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টিপাত শুরু হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে ভাসছে কলকাতা সহ ৫ জেলা, আরও কতদিন চলবে বৃষ্টি? দেখুন আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরে বিগত কয়েকদিন যাবৎ অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। ভারী বৃষ্টির জেরে দার্জিলিং থেকে জলপাইগুড়ি, কালিম্পঙ বিধ্বস্ত হয়ে গিয়েছে। তবে এখনও বর্ষা কমার চান্স নেই। আজ অর্থাৎ রবিবার ও আগামীকাল অর্থাৎ সোমবারও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মূলত জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী ৬-৭ই অগাস্ট পর্যন্ত।