নিউজশর্ট ডেস্কঃ বিগত কয়েক দিনে আবহাওয়ার (Weather) ব্যাপক পরিবর্তন হয়েছে। ঘূর্ণাবর থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে। তবে সোমবারের পর থেকে কিছুটা উন্নতি হলেও সেটা খুব বেশি স্থায়ী নয়। আবারও বাংলার একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আবহাওয়া দফতর। কোথায় কোথায় হবে বৃষ্টি? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর (Weather Update)।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার আকাশ সারাদিনই মেঘাছন্ন থাকবে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ সর্বোচ্চে তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭.৩ ডিগ্রির আশেপাশে থাকবে। একইসাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৬ – ৯৪ শতাংশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন থেকে জানা যাচ্ছে আজ কলকাতা সহ ৮ জেলায় বজ্রবিদ্যুত্পাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে কলকাতা, পশ্চিমব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবছর উত্তরবঙ্গের বর্ষা যেন থামার নামই নিচ্ছে না। গত সপ্তাহের মত এসপ্তাহে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। আজও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর দুয়ারে। যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি গোটা উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুতপাত হতে পারে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও কিছু জায়গায় ধস নামতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
আপাতত বৃষ্টির থেকে মুক্তি নেই, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে কিছু জায়গায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুতপাত চলবে। একইভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি এখুনি কমছে না। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের মত একাধিক জেলায়। একটানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা জারি করে সতর্ক থাকার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।